Naval Stores Sub Depot Dhaka
Limited Tender
Retender

INVITATION FOR TENDERS (IFT)
1. Ministry/Division Ministry of Defence
2. Agency Bangladesh Navy
3. Procuring Entity Name NSSD Dhaka
4. Invitation for Purchase of Goods
5. Invitation Ref No 23.02.2608.212.53.365.23-24.0775.1
KEY INFORMATION
6. Procuremment method Limited Tender Method
FUNDING INFORMATION
7. Budget and Source of Funds GoB
PARTICULAR INFORMTION
8. Tender Package No TS-0775.1
9. Tender Publication Date 20 November 2023
10. Tender Submission Date and Time 14 December 2023 & Time 1200 hrs
11. Tender Opening Date and Time 14 December 2023 & Time 1200 hrs
12.

Name & Address of the office (s):

-Selling Tender Document (Principle)

-Selling Tender Document (Others)

-Receiving Tender Document

- Opening Tender Document

Officer- In-charge

Naval Stores Sub Depot Dhaka

Namapara Khilkhet, Dhaka 1229

13. Place/Date/Time of Pre-Tender Meeting NA
INFORMATION FOR TENDER
14. Eligibility of Tender

NSSD Enlisted Firm

15. Brief Description of Goods

10 LINE SPARE PARTS FOR AW109E HELICOPTER - NAVAL AVIATION

16. Brief Description of Related Services -
17. Import Duties NA
18. Address of Official Inviting Tender

Officer- In-charge

Naval Stores Sub Depot Dhaka

Namapara Khilkhet, Dhaka 1229

19. Contact details of Official Tel. No. Fax. No. E-mail
41095104-8/4036 41095103 oicnssd@navy.mil.bd
20. The procuring entity reserves the right to reject all or any Tenders.
21. Ref. No. – NHQ Ltr No 23.02.2626.182.45.913.23-24.092.8025 Ref. Date – 22 October 2023
22. Due to unavoidable circumstance if the tender can’t be received or opened in the schedule date, The same will be shifted on the next working day.

23. Description of Item:
Ser Item Deno Qty Location Delivery time after issue of w/order Remarks
1

Circuit Breaker, Part No: MS26574-15L

No 2 NSD CTG 90 Days Manufacture Address: (For Ser No 1-4: To be mentioned (Military Standards Organization), Tel: Unknown, Fax: Unknown, Email: Unknown, Website: Unknown). (For Ser No 5: Korry MFG Co, 223 8th Ave N, Seattle, WA 98109, Tel: 425 279 9700, Fax: Unknown, Email: Sales@Korry.com, Website: www.Korry.com). (For Ser No 6: C and K Components Inc 15 Riverdale Ave Newton, Tel: +852.3713.5288, Fax: Unknown, Email: Unknown, Website: www.cksswitches.com). (For Ser No 7: Elesa Ind. Stampaggi Materie Plastiche Di Datt.Ing.Carlo Bertani Via Manara 31, 20052 Monza (MI) - Italy , Tel: +39 03928111, Fax: +39 039836351, Website: www.elesa.com). (For Ser No 8 & 9: Whelen Engineering Co. Inc., 3 Winter Ave, Deep River- CT 06417, Tel: Unknown, Fax: Unknown, Email: Unknown, Website: Unknown). (For Ser No 10: Hugo Brennenstuhl GmbH & Co. Kg. , Tel: 0080048720741, Fax: Unknown, Email: service@brennenstuhl.com, Website: www.Brennenstuhl.com).
2

Circuit Breaker, Part No: MS26574-3L

No 2
3

Switch, Toggle, Part No: MS24659-23D

No 2
4

Switch, Toggle, Part No: 13AT2

No 2
5

Switch, Part No: 21618-002

No 2
6

Switch, Push, Part No: 8121SY4ZGE

No 1
7

Knob, Part No: B193/15P-M4X6

No 6
8

Lamp, Incandescent, Part No: 34-0428070-64

No 12
9

Lamp, Part No: 34-0428020-65

No 12
10

Rechargeable Inspection Light, Part No: SHL DA 54 S

No 6
Additional Info:
Main Equipment: Name of equipment: Electrical System, Flight Director System, Lighting System & Communication System (For Ser No 1-4), Instrument Panel Assembly (For Ser No 5 & 7), LG Position and Warning System (For Ser No 6), Lighting System (Ser No 8 & 9) and Rechargeable Inspection Light (For Ser No 10), Brand :Leonardo Helicopter (For Ser No 1-9) and Brennenstuhl (For Ser No 10), Model: AW109E, Year of Manufacture: 2021 or later.


নিম্নলিখিত শর্ত সাপেক্ষে দরপত্র দাখিল করতে হবে:

১।          এটা লাইন ভিত্তিক টেন্ডার হওয়ায়, লাইন আইটেম ভিত্তিক দর প্রদান করতে হবে এবং আইটেম ভিত্তিক কারিগরিভাবে গ্রহণযোগ্য নিন্ম দরদাতাকে সরবারহের কার্যাদেশ প্রদান করা হতে পারে।
২।         দরপত্র ০৩ কপি প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে Computer প্রিন্টে দাখিল করতে হবে।
৩।         দরপত্রে উল্লেখিত মোট মূল্য অংকে ও কথায় লিখতে হবে। গানিতিক ক্রটির ক্ষেত্রে আইটেমের একক মূল্যকে মুল ভিত্তি ধরে শুধুমাত্র মোট মূল্য অথবা আইটেমের সংখ্যা সংশোধন করা হবে।
৪।        আইটেম আসল, নতুন ও নৌবাহিনীর ব্যবহারের উপযোগী হতে হবে। আইটেম নৌবাহিনীর চাহিদা মোতাবেক না হলে নিজ খরচে ও নিজ দায়িত্বে বদলিয়ে পুনরায় কার্যদেশে উল্লেখিত সময়ের মধ্যে সরবরাহ করে দিতে হবে।
৫।          আইটেমটি নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহে ব্যর্থতার জন্য প্রতি মাস বা তার ভগ্নাংশের জন্য চুক্তি মূল্যের উপর এফও- ০১/২০১৩ অনুচ্ছেদ -৩৬ মোতাবেক ক্রয়াদেশের মোট মূল্যের উপর প্রতিমাসে ১%- ২% হারে সর্বোচ্চ ১০% Liquidated Damage (LD) হিসেবে কর্তন করা হবে।
৬।          ক্রয়াদেশ প্রদানের পর মালামাল সরবরাহে অপরাগতা প্রকাশ করলে এবং নির্দিষ্ট সময়সীমার পর মালামাল সরবরাহে ব্যর্থ সরবরাহকারীর এফ ও ০১/ ২০১৩ অনুচ্ছেদ -৩৭ মোতবেক মোট মূল্যের উপর সর্বোচ্চ ১০% জরিমানা আরোপ করা হবে।
৭।          দরপত্র দাখিল করে দরপত্র খোলার পর বাতিল বা প্রত্যাহারের আবেদন করা হলে তা গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে এফও -০১/২০১৩ অনুচ্ছেদ -৩৮ মোতাবেক মোট মূল্যের উপর সর্বোচ্চ ৫% জরিমানা আরোপ করা হবে।
৮।         দরপত্র সম্পর্কিত যদি কোন Confusion থাকে, সে ক্ষেত্রে দরপত্র দাখিলের পূর্বে বিষয়টি সম্পর্কে নিশ্চিত করতে হবে এবং দরপত্র দাখিলের পরে এই সম্পর্কিত কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না।
৯।         গৃহীত Tender Offer সমূহে কেবল সর্ব নিম্নদরদাতাই Purchase Order পাবেন তা নিশ্চিত হওয়ার অবকাশ নেই। আইটেমের গুনাগুন, দর, Sample এর মান, গ্রহনযোগ্যতা, চলতি বাজার দর ইত্যাদি বিষয় বিবেচনা করে Technical Evaluation Committee (TEC) এর মূল্যায়নই চুড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
১০।         Invitation For Tender (IFT) এবং Tender Specification (প্রযোজ্য ক্ষেত্রে )এর সকল শর্তপূরণ না করলে দরপত্র বাতিল বলে গণ্য হবে।
১১।         Tender এ অংশগ্রহণ করে পরবর্তীতে কোন কারণে কালো তালিকাভুক্ত হলে জরিমানার পাশাপাশি জামানত বাজেয়াপ্ত করা হবে।
১২।        দরপত্র খোলার সময় আংশিক Sample দাখিল এবং বিলম্বে Sample প্রদান সংক্রান্ত আবেদন গ্রহণযোগ্য নয়। পূর্ণসংখ্যক Sample দাখিল না করলে দরপত্র বাতিল বলে গণ্য হবে। (প্রযোজ্য ক্ষেত্রে)
১৩।        আইটেম অবশ্যই কার্যদিবস চলাকালীন ১৩৩০ ঘটিকার মধ্যে সরবরাহ করতে হবে। অত্র সংস্থায় ভারী মালামাল সরবরাহের ক্ষেত্রে সরবরাহের ০১ দিন পূর্বে অবশ্যই CR Section কে অবগত করতে হবে।
১৪।        টেন্ডার খোলার দিনে সরবরাহকারী নিজে অথবা প্রতিনিধিগণ স্বশরীরে উপস্থিত থাকতে হবে। উপস্থিতির অভাবে কোন প্রশ্নের উত্তর না পাওয়ায় দরপত্র বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে।
১৫।       বিদেশ থেকে Sample আনায়নের ক্ষেত্রে সরবরাহকারী নিজ দায়িত্বে সমুদ্র বন্দর/বিমানবন্দর হতে Sample খালাসের ব্যবস্থা করবেন। Sample খালাশ সংক্রান্ত কোন আবেদন গ্রহণযোগ্য নয়।
১৬।       দরপত্রের সাথে প্রযোজ্য ক্ষেত্রে Specification অনুযায়ী OEM/OEM মনোনীত পরিবেশক কর্তৃক প্রদত্ত সনদসহ অন্যান্য সনদ ও ডকুমেন্ট সংযুক্ত করতে হবে।
১৭।       কর্তৃপক্ষ যে কোন দরপত্র, কার্যাদেশ/ক্রয়াদেশ আংশিক/সম্পূর্ণ গ্রহণ অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৮।       যে সব বিনির্দেশে ওয়ারেন্টি উল্লেখ থাকে না, সে ক্ষেত্রে ওয়ারেন্টি নৌ পরিদর্শন সংস্থা/কমিটি কর্তৃক গ্রহণযোগ্যতা প্রদানের তারিখ হতে ১ বছর অথবা বিনির্দেশ মোতাবেক ওয়ারেন্টি দরপত্রে উল্লেখ করতে হবে।
১৯।       দরপত্রের Validity কমপক্ষে ৬০ দিন পর্যন্ত থাকতে হবে। অল্টারনেটিভ প্যাটার্ন  নাম্বারে দর প্রস্তাব করা হলে, OEM কর্তৃক নোটিফিকেশনের প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করতে হবে।
২০।      সকল দরপত্র প্রদানের ক্ষেত্রে নিম্নবর্ণিত তথ্যাদি অবশ্যই উল্লেখ করতে হবে।
           (ক) Brand
           (খ) Model
           (গ) Name of Manufacturer
           (ঘ) Cuntry of manufacturer
           (ঙ) Country of Origin
           (চ) Source of Supply
           (ছ) Specification অনুযায়ী OEM/OEM মনোনীত পরিবেশক কর্তৃক প্রদত্ত সনদ ও কারিগরি বিনির্দেশ।
২১।       বিদেশ হতে আইটেম আনয়নের ক্ষেত্রে অথবা আমদানি শুল্ক ব্যাতিত মূল্য প্রদানের ক্ষেত্রে নিম্নবর্ণিত ডকুমেন্ট অবশ্যই প্রদান করতে হবে:
            (ক)  Membership certificate from recognized chamber/trade association.
            (খ)  Valid IRC/ERC issued from the office of the chief controller of imports and exports (CCI&E).
২২।      National Board of Revenue (NBR) Memo No. 9(41) NBR/Cus-IV/72/246 Dated Dhaka the 10th April 1981 মোতাবেক বর্ণিত ডিফেন্স ষ্টোরস হিসেবে যে সকল আইটেম শুল্কমুক্ত আমদানি করা যাবে উল্লেখ রয়েছে, সে সকল আইটেম ব্যতিত অন্য কোন আইটেম Without Import duties(শুল্কমুক্ত) হিসেবে মূল্য উল্লেখ করা যাবে না।
২২।        আইটেমসমূহ মূল প্রস্তুতকারক অথবা মূল প্রস্তুতকারকের মনোনীত ডিলার/ এমপিএ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত ডিলার হতে সরবরাহ করতে হবে এবং দরপত্রের সাথে এ সংক্রান্ত Authenticity Certificate  প্রদান করতে হবে।
২৩।         আইটেমসমূহ সরবরাহের সময়  Authorized Release Certificate (ARC)/ Certificate of Conformity (C of C)from OEM  প্রদান করতে হবে।
২৪।          আইটেমটি গ্রহণযোগ্যতার পূর্বে সরবরাহকারী কর্তৃক প্রস্তুতকারক/প্রিন্সিপাল হতে প্রাপ্ত Authorized Release Certificate (ARC) / Certificate of Conformity (C of C) এর সফ্‌ট কপিই-মেইলযোগে navqcawg@navy.mill.bd এ প্রেরণ করতে হবে


TANIA ASHRAF

LT CDR BN

LPO

NSSD Dhaka